আইপিএলের টাকায় বাবার চিকিৎসা করাচ্ছেন সাকারিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৩৬, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আইপিএলের টাকায় বাবার চিকিৎসা করাচ্ছেন সাকারিয়া

editor
প্রকাশিত মে ৭, ২০২১
আইপিএলের টাকায় বাবার চিকিৎসা করাচ্ছেন সাকারিয়া

ডেস্ক নিউজ:

স্বস্তিতে নেই রাজস্থান রয়্যালসের চেতন সাকারিয়া। করোনা আক্রান্ত বাবার পাশে থাকতে বেশিরভাগ সময় হাসপাতালেই কাটছে এই বাঁহাতি পেসারের।

সাকারিয়ার বাবা কাঞ্জিভাই একজন ট্রাক ড্রাইভার। তিন-তিনটি সড়ক দুর্ঘটনায় তার শরীরে তিনবার অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি আর বিছানা ছেড়ে উঠতে পারেন না। উপার্জনও করতে পারেন না। এরপর চেতন তখন সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছিলেন। এমন সময় তার এক বছরের ছোট ভাই আত্মহত্যা করে। পরিবারের দায়িত্ব এসে পড়ে চেতনের ওপর। অতঃপর এবারের আইপিএলে তাকে ১.২ কোটি রুপিতে কিনে নেয় রাজস্থান। এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।