ডেস্ক নিউজ
মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে- মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের ‘পরে ধ’রে কবে দেখত আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। – রবীন্দ্রনাথ ঠাকুর সন্তানের কাছে মা হলো পৃথিবীর শ্রেষ্ট সম্পদ। আর এই মায়ের ভালোবাসা, স্নেহ, অনুভূতি, আবেগের প্রায় পুরোটা জুড়েই থাকে সন্তান।বিশ্বজুড়ে মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস। মা বিশ্বজুড়েই বিশেষ সম্মান পান। নারীর জীবনের স্বার্থকতা মনে করা হয় মাতৃত্বে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।