সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারে কবির মৃত্যু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:০৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারে কবির মৃত্যু

editor
প্রকাশিত মে ১১, ২০২১
সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারে কবির মৃত্যু

ডেস্ক নিউজ:

জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মিয়ানমারের এক কবিকে নির্যাতন করে হত্যা করেছে দেশটি সেনাবাহিনী।  মৃত কবির মরদেহ বাড়িতে ফিরিয়ে দেওয়ার আগে তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গ তুলে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে মোট ৩ জন কবিকে হত্যা করা হলো।

দেশটির কেন্দ্রীয় শহর শোয়েবো থেকে কবিসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী। তাদের মধ্যে একজনকে ছেড়ে দিলেও হত্যা করা হয় ওই কবিকে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের কেন্দ্রভূমি বলা হয় এই শহরকে। কবিতার মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।