নারীদের ইতেকাফ করার বিধান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৮, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নারীদের ইতেকাফ করার বিধান

editor
প্রকাশিত মে ১১, ২০২১
নারীদের ইতেকাফ করার বিধান

ডেস্ক নিউজ:

নারীদের জন্য রমজানুল মোবারকের শেষ দশকে ইতেকাফ করা মুস্তাহাব। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন। ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থানে ইতেকাফ করবেন তারা। যদি নামাজের নির্ধারিত স্থান না থাকে, তবে একটি জায়গাকে ইতেকাফের জন্য নির্বাচন করবেন। কোনও কারণ ছাড়া ইতেকাফের স্থান ত্যাগ করলে ইতেকাফ ভেঙে যাবে। উল্লেখ্য, নারীদের জন্য মসজিদে ইতেকাফ করা মাকরুহ। তথ্যসূত্র: মুসলিম শরিফ, হাদিস নং-১১৭২, তাহতাবি, পৃষ্ঠা-৩৮২, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩,পৃষ্ঠা-৪৬১।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।