ডেস্ক নিউজ:
ইতালিয়ান সিরি’আ লিগের টানা দশম শিরোপা জয়ের আশা ইতোমধ্যে হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। রবিবার রাতে এসি মিলানের কাছে ৩-০ ব্যবধানে হেরে আরও বিপাকে পড়েছে ক্লাবটি। রোববার রাতে ঘরের মাঠে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পিছিয়ে পরে জুভেন্টাস। এ সময় (৪৫+১) মিলানের ব্রাহিম দিয়াজ গোল করে এগিয়ে নেন দলকে। বিরতি থেকে ফিরে ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় আন্তে রেবিক গোল করে লিড বাড়ান। আর ৮২ মিনিটে ফিকায়ো তোমোরির গোল করলে জুভেন্টাসের নাগালের বাইরে চলে যায় ম্যাচটি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।