নিউজ ডেস্কঃ
সৌদিআরবসহ বিশ্বের নানা দেশের সঙ্গে মিল রেখে জার্মানীতেও বৃহস্পতিবার পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই উপলক্ষে দেশটির রাজধানী বার্লিনসহ দেশটির অন্যান প্রদেশের শহরের মসজিদগুলোতে ঈদের ঈদজামাত অনুষ্ঠিত হয়।
করোনার কারণে নানা বিধিনিয়মের মধ্যেও সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী বার্লিনের নয়াকোলনের বায়তুল মোকাররম মসজিদে। করোনার সংক্রমণের মধ্যেও বিধিনিয়ম মেনে ঈদ জামাতে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীসহ অন্যান দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা।
জামাত শেষে প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও।
ঈদ জামাতে অংশ নিয়ে মহামারী করোনা মোকাবেলায় জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহবান জানান দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো মোশাররফ হোসেন ভূঁইয়া।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।