সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ইন্দোনেশিয়ায় নিহত ৭ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১৯, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ইন্দোনেশিয়ায় নিহত ৭

editor
প্রকাশিত মে ১৮, ২০২১
সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ইন্দোনেশিয়ায় নিহত ৭

ডেস্ক নিউজ, ঢাকা:

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি নৌকাডুবিতে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার পর্যটকেরা সেলফি তুলতে গেলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। সেন্ট্রাল জাভা পুলিশ প্রধান আহমাদ লুতফি জানান, শনিবার নৌকাটির ২০ আরোহীর সবাই গ্রুপ ছবি তুলতে হঠাৎ করে এক পাশে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনার কারণ অতিরিক্ত যাত্রী বোঝাই। ২০ জন মানুষ নৌকার ডান পাশে চলে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাটি ডুবে যাওয়ার পর ১১জনকে উদ্ধার করা হয় আর সাত জনের মরদেহ পাওয়া যায়। এখনও নিখোঁজ রয়েছে আরও দুই জন। অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি কিভাবে চলতে পারলো তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।