৩০০ বছর আগের বজরা শাহী মসজিদে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৪০, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৩০০ বছর আগের বজরা শাহী মসজিদে

editor
প্রকাশিত মে ১৮, ২০২১
৩০০ বছর আগের বজরা শাহী মসজিদে

ডেস্ক নিউজ, ঢাকা: 

১৮ শতকে নির্মিত মুঘল আমলের স্থাপত্য নোয়াখালীর ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদ। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে গেলে দেখা যাবে আনিন্দ্য সুন্দর মসজিদটি। নোয়াখালীর ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি এটি। দিল্লির শাহী মসজিদের আদলে নির্মিত মসজিদটি ১৭৪১ সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে জমিদার আমান উল্লাহর তদারকিতে নির্মাণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।