ডেস্ক নিউজ, ঢাকা:
সংকট নতুন নেতৃত্বে সুযোগ সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সংকটকে সম্ভাবনায় রূপান্তর করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আইসিটি বিভাগ আয়োজিত ও এর অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী।
অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার কারণে ভিন্ন পরিস্থিতিতে ঈদুল ফিতর যার যার ঘরে উদযাপন করলেও দূর থেকেও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এমনকি দেশের বাইরেও পরিচিতজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা সম্ভব হয়েছে। সংকট নতুন নেতৃত্ব তৈরি এবং দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ সৃষ্টি করে। এ সংকটকে সম্ভাবনায় রূপান্তর করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।