সুখবর দিলেন তামিমরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪১, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সুখবর দিলেন তামিমরা

editor
প্রকাশিত মে ১৮, ২০২১
সুখবর দিলেন তামিমরা

ডেস্ক নিউজ, ঢাকা:

ঈদের এক সপ্তাহ ছুটি শেষে মঙ্গলবার থেকে অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। এর আগে ক্রিকেটারদের প্রথম দফার করোনা পরীক্ষা সফলভাবেই সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটার মিলিয়ে ৩১ জন নেগেটিভ হয়েছেন। তবে জৈব সুরক্ষায় ঢুকতে আরও একবার পরীক্ষা দিতে তামিম ইকবালদের। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা নেগেটিভ হওয়ার পর ক্রিকেটাররা মঙ্গলবার থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। ইতোমধ্যে এক দফা করোনা পরীক্ষা হয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ক্রিকেটার, কোচিং স্টাফদের আবার নমুনা সংগ্রহ করা হবে। এই পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।