নিউজ ডেস্কঃ ভারতে অক্সিজেন সংকটে মৃত্যু বেড়েই চলছে। গোয়া রাজ্যে মাত্র ছয় দিনেই অক্সিজেন সংকটে মারা গেছে ৭৫ জন। এর আগে বিভিন্ন রাজ্যে অক্সিজেন না থাকায় মারা গেছে অনেক করোনা রোগী। খবর আলজাজিরার।
গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান ট্যাংক থেকে অক্সিজেন নিয়ে আসা পাইপলাইনে লিকেজের কারণে সমস্যা দেখা দেয় এবং করোনা রোগীদের মৃত্যু হয়। আবার কিছু সময় বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার আনতে সমস্যা হওয়ায়ও অনেক করোনা রোগীর মৃত্যু হয়। গত ৭ মে গোয়া রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের হার ছিল ৫১ শতাংশ।
ভারতে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জনের।