ডেস্ক নিউজ, ঢাকা:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে জেরুজালেমের ফিলিস্তিনিদের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। আর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় মানবিক ত্রাণ পাঠাতে দিতে হবে। গত ২০ মে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলোচনায় এসব কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করারও প্রয়োজন রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় সাম্প্রতিক সহিংসতার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেওয়া বার্তা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।