কালীগঞ্জের মদাতী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২৪, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কালীগঞ্জের মদাতী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

ADMIN, USA
প্রকাশিত মে ২৪, ২০২১
কালীগঞ্জের মদাতী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

লিপিকা চৌধুরী, কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা ॥
ইউনিয়ন পরিষদেও স্বচ্ছতা,জবাবদিহিতা,ও উন্নয়ন পরিকল্পনায় সকলের অংশগ্রহন নিশ্চিত করার লক্ষে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
সোমবার (২৪ মে) মদাতী ইউনিয়ন পরিষদ হলরুমে পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সচিব মোঃ সায়েদুল ইসলাম। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে আংশ নেন শিক্ষক, শিক্ষার্থী,কৃষক,সরকারি দপ্তরের কর্মকর্তা,রিক্সা ভ্যান সমিতির প্রতিনিধি, ব্যবাসয়ী, ইমাম, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি।
বাজেট ঘোষনা করেন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭ লক্ষ ৭৫ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৮২টাকা। রাজস্ব ও উন্নয়ন মিলে মোট বাজেট ৩ কোটি ২৩ লক্ষ ৩৩ হাজার ৬৯২ টাকা।
উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন, চামটাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা লেবু,গাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হেলাল, শাখাতি জব্বারিয়া দাখিল মাদরাসার সুপার মৌলানা আব্দুল মোতালেব, এনজিও কর্মী মিরা বেগম,স্বাস্থ্য পরিদর্শক মমিনুল হক, ছাত্র বায়েজীদ বোস্তামীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি। বক্তারা এ বাজেটকে জনবান্ধব হিসেবে স্বাগত জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়ত খাতকে আগ্রাধিকার দেয়ার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।