ডেস্ক নিউজ, ঢাকা:
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে মালয়েশিয়া। দেশটির অভিযোগ, বিতর্কিত অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় রাজ্য সারাওয়াকের আকাশপথে সোমবার ১৬টি সামরিক যুদ্ধবিমান উড়িয়েছে চীন। এই ঘটনাকে মালয়েশিয়ার স্বার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে ইতোমধ্যে চীনের রাষ্ট্রদূতকে তলব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে বেইজিংয়ের দাবি আন্তর্জাতিক আইন মেনে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছে তাদের সামরিক বিমান। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।