আগামী বছর গভর্ণরের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ এখন থেকে বাংলাদেশী আমেরিকানরা মুসলিম আমেরিকানদের নিয়ে গভর্ণরের নির্বাচনের জন্য ফান্ডরাইজিংয়ে আলোচনা করতে পারি ৷ নিউইয়র্ক স্টেটে জনসংখ্যা ২ কোটির মত ৷ মুসলমানদের সংখ্যা ১০ লক্ষ হবে ৷ নিউইয়র্ক ষ্টেটে হাজার হাজার বাংলাদেশী আমেরিকান ও মুসলিম আমেরিকান পেশাজীবী আছেন ৷ এক হাজার পেশাজীবী ১ হাজার ডলার করে ফান্ড দিলে মিলিয়ন ডলার ফান্ড সংগ্রহ কঠিন কাজ নয় ৷ বাংলাদেশী আমেরিকান মেডিকেল এসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, ফার্মাসিষ্ট এসোসিয়েশন, ডেন্টাল এসোসিয়েশন ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে ফান্ডরাইজিংয়ের বিষয়ে আলোচনা করতে ডেমোক্রেট লিডার এটর্ণী মঈন চৌধুরী সাহেবকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি ৷ গভর্ণরের জন্য যতেষ্ট ফান্ড সংগ্রহ করতে পারিলে তাহার অফিসে মুসলিম এফেয়ার্স গঠনের দাবী আদায় সহজ হবে ৷আমি হাসান আলী বর্তমান গভর্ণর এন্দ্রো কোমোর বাবা গভর্ণর মারিয়ো কোমোর অফিসে ১৯৯২ সালে অর্থাৎ ২৯ বছর পূর্বে এশিয়ান লিডারদের সহায়তায় এশিয়ান এফেয়ার্স গঠনে অবদান রেখেছিলাম ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷