২০২২ সালে নিউইয়র্ক স্টেটের গভর্ণরের অফিসে মুসলিম এফেয়ার্স গঠনের আহবান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৫৩, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

২০২২ সালে নিউইয়র্ক স্টেটের গভর্ণরের অফিসে মুসলিম এফেয়ার্স গঠনের আহবান

editor
প্রকাশিত জুন ৫, ২০২১
২০২২ সালে নিউইয়র্ক স্টেটের গভর্ণরের অফিসে মুসলিম এফেয়ার্স গঠনের আহবান
হাসান আলীঃ
আগামী বছর গভর্ণরের নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ এখন থেকে বাংলাদেশী আমেরিকানরা মুসলিম আমেরিকানদের নিয়ে গভর্ণরের নির্বাচনের জন্য ফান্ডরাইজিংয়ে আলোচনা করতে পারি ৷ নিউইয়র্ক স্টেটে জনসংখ্যা ২ কোটির মত ৷ মুসলমানদের সংখ্যা ১০ লক্ষ হবে ৷ নিউইয়র্ক ষ্টেটে হাজার হাজার বাংলাদেশী আমেরিকান ও মুসলিম আমেরিকান পেশাজীবী আছেন ৷ এক হাজার পেশাজীবী ১ হাজার ডলার করে ফান্ড দিলে মিলিয়ন ডলার ফান্ড সংগ্রহ কঠিন কাজ নয় ৷ বাংলাদেশী আমেরিকান মেডিকেল এসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, ফার্মাসিষ্ট এসোসিয়েশন, ডেন্টাল এসোসিয়েশন ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে ফান্ডরাইজিংয়ের বিষয়ে আলোচনা করতে ডেমোক্রেট লিডার এটর্ণী মঈন চৌধুরী সাহেবকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি ৷ গভর্ণরের জন্য যতেষ্ট ফান্ড সংগ্রহ করতে পারিলে তাহার অফিসে মুসলিম এফেয়ার্স গঠনের দাবী আদায় সহজ হবে ৷আমি হাসান আলী বর্তমান গভর্ণর এন্দ্রো কোমোর বাবা গভর্ণর মারিয়ো কোমোর অফিসে ১৯৯২ সালে অর্থাৎ ২৯ বছর পূর্বে এশিয়ান লিডারদের সহায়তায় এশিয়ান এফেয়ার্স গঠনে অবদান রেখেছিলাম ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷
লেখকঃ প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।