কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বাংলাদেশ আওয়াম লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হবেই। তবে দেশ উন্নয়নের সাথে সাথে আমাদের নিজেদের মানকিতার পরিবর্তন করতে হবে। দলমত নির্বিশেলে দেশের উন্নয়নের মহাযজ্ঞের কথা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার-প্রকাশ করতে হবে। দেশটাকে নিজের ঘর মনে করে কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় তা নিয়ে চিন্তা করতে হবে।
শনিবার (১২ জুন) দুপুরে রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মনোভাব তাতে করে কালীগঞ্জের কোন শিক্ষা প্রতিষ্ঠান তার উন্নয়নের ছোঁয়া থেকে বাদ যাবে না। তবে স্থানীয়ভাবে শিক্ষায় উন্নতমান তৈরি হয়নি। এ জন্য শিক্ষকের যেমন ভূমিকা রাখা দরকার তেমনি অভিভাবকদেরও সমান ভূমিকা রাখতে হবে।
চুমকি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত বাধা অতিক্রম করেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বার বার তাকে হত্যার ষড়যন্ত্র করে ছিল। এদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চেয়েছিল। সেই গণতন্ত্র রক্ষায় তিনি একাই লড়ে গেছেন। করোনা পরিস্থিতি সামাল দিতে পৃথিবির অনেক দেশে হিমসিম খেয়েছে। আর সেখানে জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র পলিসির কারণে তা সঠিকভাব সামাল দিতে পেরেছেন। এতো কিছুর পরও দেশের স্বাস্থ্যসেবা বন্ধ হয়নি। সবাই স্বাস্থ্য সেবা পেয়েছেন। আর এটা শেখ হাসিনা বলেই সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম নুরুল ইসলাম আল মোশারফ ইবনে কাদির, কালীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র এস.এম রবীন হোসেন, আওয়ামী লীগ নেতা এইচ এম আবুবকর চৌধূরী, পরিমল চন্দ্র ঘোষ, শরীফ হোসেন কনকসহ বিদ্যালয়ের শিক্ষক এবং উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, শিক্ষা ও প্রোকৌশল অধিদপ্তর কর্তৃক কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের নতুন এ ৬ তলা একাডেমিক ভবনের ব্যয় ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।