যুক্তরাজ্যে করোনার নতুন উপসর্গ মাথাব্যথা-গলাব্যথা ও সর্দি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৩৬, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুক্তরাজ্যে করোনার নতুন উপসর্গ মাথাব্যথা-গলাব্যথা ও সর্দি

editor
প্রকাশিত জুন ১৪, ২০২১
যুক্তরাজ্যে করোনার নতুন উপসর্গ মাথাব্যথা-গলাব্যথা ও সর্দি

নিউজ ডেস্কঃ

যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে নতুন উপসর্গ দেখা যাচ্ছে। দেশটির প্রফেসর টিম স্পেক্টরের নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গেছে, সেখানে এখন মাথাব্যথা, গলাব্যথা ও সর্দি করোনার লক্ষণ হিসেবে আবির্ভূত হয়েছে। এসব উপসর্গের সঙ্গে করোনার ডেল্টা ধরনের যোগসূত্রও পাওয়া গেছে। গত মে মাসে এ গবেষণা শুরু হয়েছিল। সোমবার (১৪ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্পেক্টর জানিয়েছেন, করোনার ডেল্টা ধরনে আক্রান্ত কমবয়সীরা এটাকে ‘বড় ধরনের ঠান্ডা–সর্দি’ বলে মনে করতে পারেন। তবে এতে তাঁরা খুব বেশি অসুস্থতা বোধ করতে নাও পারেন। তবে তাঁরা অন্যদের সংক্রমণ করতে এবং ঝুঁকিতে ফেলতে পারেন।

এত দিন কাশি, জ্বর ও ঘ্রাণ কিংবা স্বাদ না পাওয়াকে করোনার সাধারণ উপসর্গ হিসেবে মনে করা হতো। এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু প্রফেসর টিম বলেছেন, করোনার আগের উপসর্গগুলো এখন খুবই কম দেখা যাচ্ছে। একটি অ্যাপের মাধ্যমে হাজার হাজার মানুষের থেকে তথ্য সংগ্রহের পর এমনটাই দেখা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।