সুনামগঞ্জে কৃষক প্রতিনিধি, বীজ ডিলার, ধান ও চাল ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন সভা - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সুনামগঞ্জে কৃষক প্রতিনিধি, বীজ ডিলার, ধান ও চাল ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন সভা

editor
প্রকাশিত জুন ৩০, ২০২১
সুনামগঞ্জে কৃষক প্রতিনিধি, বীজ ডিলার, ধান ও চাল ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন সভা

নিউজ ডেস্কঃ 

জিংক ধান বাজারজাত করণের লক্ষ্যে হারভেস্ট প্লাস ও এফআইভিডিবি’র উদ্যোগে কৃষক প্রতিনিধি, বীজ ডিলার, ধান ও চাল ব্যবসায়ীদের নিয়ে গত ২১ জুন সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জস্থ এফআইভিডিবি’র সেন্ট্রাল প্রশিক্ষণ কেন্দ্রে এক সম্পর্ক স্থাপন সভার আয়োজন করা হয়।

এফআইভিডিবি’র সিনিয়র কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার সৈয়দ রাকিব এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নকীব সাদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আনোয়ারুল শাহাদত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা দ্বিরাজ নন্দি, উপজেলা কৃষি অফিসার সজিব আল মামুন, হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর এআরডিও কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সিভিসি প্রজেক্ট অফিসার রুহুল কুদ্দুছ, এফআইভিডিবি’র কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি নকীব সাদ সাইফুল ইসলাম বলেন, নতুন প্রজাতির জিংক ধান বাজারজাত করতে সকল মহলের সহযোগিতার প্রয়োজন। এক্ষেত্রে ব্যবসায়ীদের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। সকলের মধ্যে বেশি করে এ ধানের গুনাগুন তুলে ধরতে হবে। সভায় চাষী, বীজ ডিলার, মিল মালিকসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।