রােটারেক্ট ক্লাব নিউইয়র্ক কুইন্সের ২০২১-২২ রােটাবর্ষের কমিটি গঠিত - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রােটারেক্ট ক্লাব নিউইয়র্ক কুইন্সের ২০২১-২২ রােটাবর্ষের কমিটি গঠিত

editor
প্রকাশিত জুন ৩০, ২০২১
রােটারেক্ট ক্লাব নিউইয়র্ক কুইন্সের ২০২১-২২ রােটাবর্ষের কমিটি গঠিত

স্টাফ রিপোর্ট :

আর্ন্তজাতিক সেবা ও বন্ধুত্বের সংগঠন রােটারেক্ট ক্লাব নিউইয়র্ক কুইন্সের ২০২১-২২ রােটাবর্ষের কমিটি গঠিত হয়েছে । গত ২৭ জুন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মাহফুজ আদনান, চার্টার সেক্রেটারি রোটারেক্টর সরেকওম সারওয়াত কমিটি ঘোষণা করেন ।

এতে ক্লাব সভাপতি রোটারেক্টর মোহামমদ শিহাব, সেক্রেটারি রোটােক্টর অপু আহমদ, পাষ্ট প্রেসিডেন্ট রোটারেক্টর নুরুল হক কানন, ইমিডিয়েট পাষ্ট প্রেসিডেন্ট এমদাদুল রাজজাকী মতামত ব্যক্ত করেন । সকলের সম্মতিতে রােটারেক্টর শপথ চৌধুরীকে প্রেসিডেন্ট ও রোটারেক্টর রেদওয়ান রনিকে সেক্রেটারি হিসেবে ২০২১-২০২১ সালের জন্য দায়িত্ব দেয়া হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।