রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের বৃক্ষরোপণ – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের বৃক্ষরোপণ

banglanewsus.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২১
রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসের উদ্যোগে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) ‘ছাদ বাগানে বৃক্ষরোপণ’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়।

এ বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহবান জানিয়েছিল রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২। এই আহবানে সারা দিয়েই এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান রোটারিয়ান স্বপন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অনুপরাজ চৌধুরী, ক্লাবের সভাপতি অয়নাভ ভট্টাচার্য, পিপি রাহাত তরফদার, পিপি ইমতিয়াজ আহমেদ রাফি, আইপিপি রিপন আহমেদ, যুগ্মসচিব মিজানুর রহমান প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের আশেপাশে যে জায়গা বৃক্ষরোপণের জন্য উপযোগী তা ব্যবহার করে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। এতে দূষণ থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে, সর্বোপরি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বৃক্ষরোপণে সবাইকেই এগিয়ে আসতে হবে।

রোটারি ক্লাব অফ সিলেট রয়্যালসও প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। এই সামাজিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।