বাংলাদেশের টিকার চাহিদা পূরণে সহায়তা করবেন মার্কিন রাজনীতিবিদ – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বাংলাদেশের টিকার চাহিদা পূরণে সহায়তা করবেন মার্কিন রাজনীতিবিদ

banglanewsus.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২১
বাংলাদেশের টিকার চাহিদা পূরণে সহায়তা করবেন মার্কিন রাজনীতিবিদ

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের গভর্নর নেড ল্যামন্ট কোভিড-১৯ টিকাদানে বাংলাদেশের বিশাল জনসংখ্যার প্রয়োজন মেটাতে সহায়তার আশ্বাস দিয়েছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা ল্যামন্ট ১২ জুলাই কানেক্টিকাটে গভর্নরের বাসভবনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে এক বৈঠককালে এই আশ্বাস দেন।
গভর্নর এ বৈঠককালে ফাইজারের বৈশ্বিক সদর দপ্তরের সহযোগিতায় বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন সরবরাহ ও যৌথ উদ্যোগে উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে সম্মত হন।

এর আগে, রাষ্ট্যদূতের সাথে আলোচনার সময় কংগ্রেস সদস্য লারসন এবং হায়েস ব্যবসা-বাণিজ্য, কোভিড-১৯ সহায়তা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ ব্যাপক বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততার আশ্বাস দেন।

প্রতিনিধি পরিষদের সদস্য আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ তার বিশাল জনসংখ্যাকে টিকাদানের আওতায় আনতে কোভিড-১৯ ভ্যাকসিনের ন্যায্য হিস্যা পাবে। তারা সকলেই বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক অগ্রতিরও প্রশংসা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।