প্রধানমন্ত্রীর আহ্বানে ২৫০ ভেন্টিলেটর উপহার দিলেন প্রবাসী চিকিৎসকদল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:১১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রধানমন্ত্রীর আহ্বানে ২৫০ ভেন্টিলেটর উপহার দিলেন প্রবাসী চিকিৎসকদল

banglanewsus.com
প্রকাশিত জুলাই ২৬, ২০২১
প্রধানমন্ত্রীর আহ্বানে ২৫০ ভেন্টিলেটর উপহার দিলেন প্রবাসী চিকিৎসকদল

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে এই উপহার গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুল শামস বাপ্পি ও কানাডাপ্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো সংগ্রহ করে দেশের জন্য পাঠিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন দিল্লি থেকে এই উপহারের মোবাইল ভেন্টিলেশন দেশে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নতুন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর এপিএস-১, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।
উপহার গ্রহণের পর ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ভেন্টিলেটরগুলো আপাতত সিএমএসডিতে রেখে দেওয়া হচ্ছে। আমরা পরবর্তী সময়ে মিটিং করে ঠিক করবো কোথায় কোথায় এই ভেন্টিলেটরগুলো দেওয়া হবে। বিভিন্ন জেলা-উপজেলায়, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী যাতে করে এর সুবিধা পেতে পারে- সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নেবো। আমি মনে করি এটা আমাদের দেশের জন্য ভালো একটি উদ্যোগ।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়নে এসব হচ্ছে, তার নির্দেশনায় এগুলো আসছে। তিনি সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

ডা. আবদুল্লাহ বলেন, এগুলো ব্যবহার করা খুব সহজ। এক একটির দাম আমি যতদূর জানি ১৫-১৬ হাজার ডলার। আমরা আপাতত এই ২৫০টি ভেন্টিলেটর ব্যবহার করতে থাকি, আমাদের একটা অভিজ্ঞতা হোক। যদি ভালো হয় তাদের আমি আরও পাঠানোর অনুরোধ করবো। এগুলো তো আমাদের দেশের মানুষের জন্যই। এটি সহজেই বহনযোগ্য। জেলা উপজেলা পর্যায়ে সহজে নিয়ে যাওয়া যাবে। এখন এটা ব্যক্তিগত উদ্যোগে এসেছে, ভবিষ্যতে সরকারিভাবে সংগ্রহের চেষ্টা করা হবে।

এদিকে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, কোভিড-১৯ আক্রান্তদের ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান হেলথকিউব নামে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কয়েকশ পোর্টেবল ভেন্টিলেটর যুক্তরাষ্ট্র থেকে ভারতে পাঠিয়েছে। এর মধ্যে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৪টার দিকে ভেন্টিলেটরবাহী ফ্লাইটটি নয়াদিল্লি বিমানবন্দর থেকে রওনা করে রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।