কুলাউড়ায় করোনা রোগীদের চিকিৎসায় তারেক রহমানের পক্ষে ওষুধ প্রদান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৫২, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কুলাউড়ায় করোনা রোগীদের চিকিৎসায় তারেক রহমানের পক্ষে ওষুধ প্রদান

banglanewsus.com
প্রকাশিত জুলাই ২৬, ২০২১
কুলাউড়ায় করোনা রোগীদের চিকিৎসায় তারেক রহমানের পক্ষে ওষুধ প্রদান

কুলাউড়া প্রতিনিধি ::

বৈশিক মহামারী (কোভিড-১৯) করোনায় আক্রান্ত কুলাউড়ায় রোগীদের সাহায্যার্থে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদের ব্যক্তিগত তহবিল থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে কুলাউড়ার মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের হলরুমে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী গ্রহণ করেন মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার ডা. মো. ফয়েজ উল্লাহ্ ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী, নিউইয়র্ক যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ সুজন, বাংলাদেশ কোরআন শিক্ষা ট্রাষ্ট সিলেট এর পরিচালক কে এম আশরাফ আলী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সম্পাদক কামাল হোসেন, হাজী সিরাজ উদ্দিন দাখিল মাদরাসার সহ শিক্ষক আতিকুল ইসলাম, টিলাগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা রাজ আহমদ মারজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে করোনায় আক্রান্তদের জন্য মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। উপজেলার সকল হাসপাতালে পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষে করোনায় আক্রান্ত রোগীদের সাহায্যার্থে ফ্রি ওষুধ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।