কালাগুল কমলাটিলায় আরসি সিলেট সিটি ও ক্বীনব্রীজের বৃক্ষরোপন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩২, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কালাগুল কমলাটিলায় আরসি সিলেট সিটি ও ক্বীনব্রীজের বৃক্ষরোপন

banglanewsus.com
প্রকাশিত জুলাই ৩০, ২০২১
কালাগুল কমলাটিলায় আরসি সিলেট সিটি ও ক্বীনব্রীজের বৃক্ষরোপন

 

রোটারী ক্লাব অব সিলেট সিটি ও ক্বীনব্রীজ এর যৌথ উদ্যোগে সিলেট সদর উপজেলাধীন কালাগুল কমলাটিলায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
২৮ জুলাই বুধবার বিকেলে কালাগুল কমলাটিলায় অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডেপুটি ডিষ্ট্রিক্ট গর্ভনর রোটাঃ এম এ ওয়াদুদ আল মামুন, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটাঃ নুরুর রহমান, প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটাঃ তানিয়া সুলতানা ও ক্বীনব্রীজ’র প্রেসিডেন্ট রোটাঃ মোঃ রাশেদুল ইসলাম, সেক্রেটারী রোটাঃ মোঃ ফখরুল ইসলাম, সিলেট সিটি’র সেক্রেটারী রোটাঃ এসএ শফি, আইপিপি রোটাঃ আমিনুল ইসলাম, পিপি রোটাঃ কামারুজ্জামান মাসুম, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ তাসলিমা বেগম, ট্রেজারার রোটাঃ আহসান হাবিব, ক্বীনব্রীজ’র মেম্বার আশরাফ খান পারভেজ প্রমুখ। এসময় কমলা টিলায় বনজ, ফলজ ও ঔষধি শতাধিক বৃক্ষের চারা রোপন করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।