ষড়যন্ত্রের শিকার হলে যে দোয়া পড়বেন
৩১ জুলা ২০২১, ০৩:০৯ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক::
জীবনে চলার পথে নানান মানুষের ষড়যন্ত্রের শিকার হই আমরা। কখনো প্রকাশ্যে, কখনো পিঠ পিছে চোখের আড়ালে। এবং সত্যি বলতে কী, জীবনে যত অশান্তি আর দুর্ঘটনা ঘটে তার সবকি কিন্তু এইসব ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে।
জীবন চলার পথে নানান সংকট বা বিপদের সময় জাগতিক চেষ্টা-তদবিরের পাশাপাশি কুরআন-হাদিসের এসব নির্দেশনা অনুসরণ করাও মুমিনের কর্তব্য।
মানুষের দ্বারা ষড়যন্ত্রের শিকার হলে পবিত্র কুরআনে একটি দোয়া বর্ণিত হয়েছে।
দোয়াটি হলো- رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِر
উচ্চারণ: রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির।
অর্থ: হে আল্লাহ, আমি তো অসহায়। অতএব তুমি আমাকে সাহায্য করো।
উপকার: নুহ (আ.) যখন তার উম্মতদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন। এবং মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে তাকে সাহায্য করেন। তার শত্রুদের নিশ্চিহ্ন করে দেন। (সুরা: কামার, আয়াত : ১০, তাফসিরে তাবারি)