নিউজ ডেস্কঃ
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ব্যাপকভাবে দাবানল ছড়িয়ে পড়েছে, এতে দুটি শহর পুড়ে অঙ্গারে পরিণত হয়েছে, কর্তৃপক্ষ বলেছে তারা নিখোঁজ ৫ ব্যক্তির অনুসন্ধান চালাচ্ছে।
ডিক্সি (যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে) ফায়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সক্রিয় দাবানল, সম্প্রতি ছড়িয়ে পড়া এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে।
শনিবার গভীর রাত পর্যন্ত এটি চারটি কাউন্ট্রিতে ৪ লাখ ৪৭ হাজার ৭২৩ একর (১ লাখ ৮০ হাজার ৭৮২ হেক্টর) বনভূমি ধ্বংস করেছে, যা আগের দিনের ৪ লাখ ৩৪ হাজার একরের চেয়ে বেশী এবং দক্ষিণ অরেগনের বুটলেগ ফায়ারকে ছাড়িয়ে গেছে।
ক্যালফায়ার ওয়েবসাইট জানিয়েছে, ডিক্সি এখন ২১ শতাংশ নিয়ন্ত্রণে আছে। এপর্যন্ত ৩জন ফায়ার কর্মী আহত হয়েছেন।
আগুন বাড়তে থাকা সত্ত্বেও কমকর্তারা শনিবার জানিয়েছেন, তুলনামূলক শীতল, শান্ত আবহাওয়া দমকলকর্মীদের অত্যন্ত প্রয়োজনীয় বিরতির সুযোগ দিচ্ছে।
জুলাইয়ের শেষের দিকে শুরু হওয়া দাবানলে ক্যালিফোর্নিয়ায় পুড়ে যাওয়া বনভূমির পরিমাণ ২০২০ সালের চেয়ে ২৫০ শতাংশের চেয়েও বেশী, যা ক্যালিফোর্নিয়ার আধুনিক ইতিহাসে দাবানলের সবচেয়ে খারাপ বছর।
বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘ মেয়াদি খরায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বেশীরভাগ এলাকা শুকিয়ে গেছে, এতে সেখানে বিস্ফোরক অবস্থা তৈরি হয়েছে এবং অত্যন্ত ধ্বংসাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।