রোববার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বরিস বলেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে দ্বিপক্ষীয়ভাবে কারো স্বীকৃতি দেওয়া উচিত নয়। আমরা চাই না কেউ দ্বিপক্ষীয়ভাবে তালেবানকে স্বীকৃতি দিক।
জাতিসংঘ ও ন্যাটোর মতো সংস্থার মাধ্যমে আফগানিস্তানে একসঙ্গে কাজ করার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা সমমনা সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান চাই।
রোববার রাতে রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান বাহিনী। প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শত শত বিলিয়ন ডলার ব্যয়ে গড়ে তোলা আফগান বাহিনী কোনো প্রতিরোধই সৃষ্টি করতে পারেনি।
মাত্র কয়েক সপ্তাহে তাদের নজিরবিহীন অগ্রগতি অনেককেই বাকরুদ্ধ করে দিয়েছে। তালেবানের অভিযানে গত কয়েকদিনে অনেকটা ডোমিনো বা তাসের ঘরের মতো প্রায় দুই ডজন প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে।
সূত্র : রয়টার্স