জন্মদিনে আইয়ুব বাচ্চুর উত্তরসূরিরা, অনুপ্রেরণার আইয়ুব বাচ্চু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২১, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জন্মদিনে আইয়ুব বাচ্চুর উত্তরসূরিরা, অনুপ্রেরণার আইয়ুব বাচ্চু

newsup
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১
জন্মদিনে আইয়ুব বাচ্চুর উত্তরসূরিরা, অনুপ্রেরণার আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্কঃ শুভ জন্মদিন আইয়ুব বাচ্চু ভাই।

অনুপম রায়

সংগীতজীবনে আইয়ুব বাচ্চুর সঙ্গে পরিচয় হওয়াটাই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। তিনি পুরোপুরি একজন মাটির মানুষ। আমরা যতবার ঢাকায় গিয়েছি, কথা হয়েছে, আড্ডা হয়েছে। কত যে স্মৃতি। আমার নতুন কোনো গান বেরোলে শুনে মতামত জানাতেন। তাঁকে খুব মিস করি।

সোমলতা

সোমলতা আচার্য
আপনি আমাদের ছেড়ে গেছেন, রেখে গেছেন আপনার অপার সৃষ্টি। আপনার সেই সৃষ্টি আর স্মৃতির ভেতরেই আমরা এখনো বসবাস করছি। প্রত্যেকে আমরা আপনাকে অনেক মিস করছি। আমাদের বিশ্বাস, এই ভালোবাসার উষ্ণতা আপনাকেও ছুঁয়ে যাচ্ছে। আমরা যাঁরা এই প্রজন্মের মিউজিশিয়ান, তাঁদের মধ্যে আপনি বেঁচে থাকবেন আজীবন। কারণ, আমরা যা কিছুই সৃষ্টি করছি, তার পেছনে রয়েছেন আপনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।