মাগুরায় শেখ মুজিবুর রহমানের স্বরনে ১৯৭৫ বৃক্ষরোপন  – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মাগুরায় শেখ মুজিবুর রহমানের স্বরনে ১৯৭৫ বৃক্ষরোপন 

STAFF USBD
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১
মাগুরায় শেখ মুজিবুর রহমানের স্বরনে ১৯৭৫ বৃক্ষরোপন 
শ্রীপুর( মাগুরা)
 মাগুরা জেলা যুবলীগ ১৯৭৫ সালের আগস্ট মাসকে স্বরণ করে ১৯৭৫টি বৃক্ষরোপন করেছে।
আজ (৩১ আগস্ট) মঙ্গলবার দুপুরে সদরের ছোট ফালিয়া রাস্তার দু’পাশে এ বৃক্ষরোপনের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর করেন।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নের্তৃত্বে যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, জেলা আওয়ামীলীগ নেতা নাসির হোসেন, সদস্য ও কাউন্সিলর আসিফ আল আসাদ মেলিন, হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ যুবলীগ ও বিভিন্ন পর্যায়ের নের্তবৃন্দ বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা কৃষকলীগ  শহরের ভায়না আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয় ও মৎস্য অফিসের মধ্যে ২শতাধিক বৃক্ষরোপন করেছেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।