ইব্রাহীম খলিল জার্মানিঃ
গত ২৯শে আগষ্ট জার্মানির কেলস্টারবাখ সুডপার্কে নারায়ণগঞ্জ এসোসিয়েশন এ.ফাও.র উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের প্রীতিভোজের উদ্দেশ্যে গ্রীল পার্টির আয়োজন করা হয়।ফ্রাংকফুর্ট, বিজবাডেন,মাইন্স ও অন্যান্য শহর থেকে অনেক বাংলাদেশী স্বপরিবারে এ গ্রীল পার্টিতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।অল্প সংখ্যক জার্মান অতিথিও ছিলো।
বনের গভীরে সুড পার্কের ভেতরেই গ্রীল করার চমৎকার ব্যাবস্থা ছিলো।পার্কের ভেতর গ্রীল করা মাংসের সুস্বাদু ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে।দীর্ঘদিন পরে দূর দুরান্ত থেকে আগত ভাই ও ভাবীরা পরস্পরের সাথে কুশলাদি করার সুযোগ পান।শিশুরা মনের আনন্দে নাচে গানে মুখরিত করে তোলে।সারা দিনমান গল্প, আড্ডায় ও অনেকের সাথে নুতনভাবে পরিচয়ের মাধ্যমে এক আন্তরিকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আবু ফজল নুরুলদীন মিঠু(মিঞ্জু) সাধারণ সম্পাদক মোতালের হোসেনসহ অনেক নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ নাতিদীর্ঘ বক্তব্য রাখেন।নারায়নগঞ্জ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন,আবদুস সামাদ মিয়া,মান্নান হক,মোহাম্মদ আমান,মোহাম্মদ আজাদ,মনির হোসেন, মাহবুবুল ইসলাম, মাসুম মিয়া,সাইদুর রহমান মিঠু প্রমুখ।নারায়নগঞ্জ এসোসিয়েশনের সকল সদস্যদের অপার আন্তরিকতায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।
এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাঙ্গালী কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয়, গ্রীন পার্টির পার্লামেন্ট মেম্বার প্রার্থী শাহাবুদ্দিন মিয়া।তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষেপে গ্রীন পার্টির আদর্শ তুলে ধরেন এবং ভবিষ্যতে পার্লামেন্ট মেম্বার হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।তিনি নির্বাচিত হয়ে এলে জার্মানের সাথে বাংলাদেশের আরও সুসম্পর্ক হবে বলে আমরা মনে করি।
শাহাবুদ্দিন মিয়ার আন্তরিকতা সবাইকে মুগ্ধ করে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম পুলক,জার্মান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আওলাদ হোসেন,হেসেন প্রাদেশিক বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম রেজা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার সাংবাদিক ও জার্মানির বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি খান লিটন, এনটিভি সাংবাদিক সিনিয়র সহ সভাপতি হাবিব উল্লাহ বাহার, সাধারণ সম্পাদক ফায়সালসহ আরও অনেকে।
শহর থেকে দূরে নগর জীবনের কোলাহল থেকে দূরে ঘন প্রকৃতির মাঝে এ গ্রীল পার্টির আয়োজন ছিলো অসাধারণ, ক্লান্তি মুক্ত সুখ যা সকলের জন্য সাম্য ও মৈত্রীর স্মৃতি হয়ে থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।