স্কুল খুলতেই করোনা আক্রান্ত হচ্ছে শিশুরা - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

স্কুল খুলতেই করোনা আক্রান্ত হচ্ছে শিশুরা

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২১
স্কুল খুলতেই করোনা আক্রান্ত হচ্ছে শিশুরা

নিউজ ডেসস্কঃ স্কুল খুলতেই শিশুদের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবারই কেবল ২ হাজার ৩৯৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে ৬ তারিখ পর্যন্ত প্রতি দিন গড়ে ৩৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর তথ্য অনুযায়ী, ২০২০ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৫৫ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিডিসি বলছে, আমেরিকায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত কভিড আক্রান্ত হয়ে ৫২০ জন শিশুর মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে গত বছরেই যুক্তরাষ্ট্রে স্কুল খুলেছে। তার পর থেকেই শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স (এএপি) জানিয়েছে, গত ৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে গোটা দেশে সাড়ে ৭ লাখ শিশু করোনা আক্রান্ত হয়েছে। গত সপ্তাহেই আড়াই লাখ শিশু আক্রান্ত হয়েছে। এএপি’র পরিসংখ্যান অনুযায়ী, নতুন আক্রান্ত ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিশু বিশেষজ্ঞ লে বহনার জানিয়েছেন, গত চার সপ্তাহে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা তিন গুণ বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।