শার্লটের বাবা ছিলেন সত্তরের দশকে ইউরোপিয়ান কমিশন ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট। ১৯৬৩ সালে স্ট্যানলি জনসনকে বিয়ে করেন ওল, এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রথম বিবাহিত নারী হিসেবে স্নাতক সম্পন্ন করেন তিনি।
তাদের সংসারে চার সন্তান জন্ম নেয়। ১৯৭৯ সালে বিচ্ছেদ হয় এ দম্পতির। পোট্রেইট আর্টিস্ট হিসেবে বেশ নাম করেছিলেন শার্লট।
১৯৮৮ সালে মার্কিন অধ্যাপক নিকোলাস ওলকে বিয়ে করে নিউইয়র্কে চলে যান তিনি। ১৯৯৬ সালে আবারও লন্ডনে ফেরেন। এরপর মৃত্যু অবধি সেখানেই ছিলেন। বরিস জনসন একবার বলেছিলেন, পরিবারে তার মা ছিলেন ‘সর্বোচ্চ ক্ষমতাধর’ সদস্য।