বার্মিংহাম প্যালেস জানিয়েছে, রাজকুমারী এবং তার কন্যা সন্তান ভালো আছেন। নবজাতকের দাদা-দাদি খুবই আনন্দিত।
বিবিসি জানিয়েছে, এক টুইট বার্তায় রাজকুমারী বিট্রিস জানান, আমাদের কন্যার পৃথিবীতে নিরাপদ আগমনের সংবাদ জানাতে পেরে আমরা আনন্দিত। মিডওয়াইফ টিম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।
উল্লেখ্য, রাজকুমারী বিট্রিস ইয়র্কের ডিউক এবং ডাচেসের বড় মেয়ে। তিনি গত বছরের জুলাইয়ে ভূমি টাইকুন এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জিকে বিয়ে করেন। সূত্র: বিবিসি