জাতিসংঘের সাধারণ পরিষদে কথা বলবে না মিয়ানমার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩০, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জাতিসংঘের সাধারণ পরিষদে কথা বলবে না মিয়ানমার

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২১
জাতিসংঘের সাধারণ পরিষদে কথা বলবে না মিয়ানমার
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবে না মিয়ানমার। শুক্রবার সংস্থার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র স্টেফানি দুজারিক বলেছেন, ‘এই সময়ে মিয়ানমার কথা বলবে না।

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বর্তমান রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনকে নিয়োগ দিয়েছিল ক্ষমতাচ্যুত অং সান সু চির সরকার। ধারণা করা হচ্ছিল, সোমবার তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের বিরোধিতা করায় কিয়াও মোয়ে তুনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এরপরও তিনি রাষ্ট্রদূত হিসেবে তার স্বীকৃতির নবায়নের আবেদন করেছিলেন। তবে মিয়ানমারের সামরিক জান্তা সাবেক সেনা কর্মকর্তা অংশ থুরিনকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।

কিয়াও মোয়ে তুন রয়টার্সকে বলেছেন, ‘আমি বক্তার তালিকা থেকে আমার নাম প্রত্যাহার করেছি এবং সাধারণ পরিষদে কথা বলব না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।