ইসরায়েল থেকে হেরন ড্রোন কিনছে ভারত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৪৮, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইসরায়েল থেকে হেরন ড্রোন কিনছে ভারত

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
ইসরায়েল থেকে হেরন ড্রোন কিনছে ভারত
নিউজ ডেস্কঃ ইসরায়েল থেকে হেরন ড্রোনের নতুন সংস্করণ কিনতে যাচ্ছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চারটি ‘হেরন টিপি’ ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে ইতিমধ্যেই।

ইসরায়েল তৈরি হেরন ড্রোন ভারতে নতুন নয়। হেরন-১ গোত্রের ড্রোন ভারতীয় বিমান বাহিনীর হাতে অনেক দিন ধরেই রয়েছে। কিন্তু এই ড্রোনের আরো আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল। নতুন সংস্করণের নাম ‘হেরন টিপি’ এবং ‘হেরন টিপি এক্সপি’। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারতীয় স্থলসেনা, বিমানসেনা এবং নৌসেনার জন্য কেনা হবে মাঝারি উচ্চতার ওড়ার উপযোগী ‘হেরন টিপি’।

Report: India to buy Heron TP UAVs | Surveillance drones, Drone, Uav

আধুনিক উপগ্রহ-যোগাযোগ এবং সেন্সর যুক্ত এই চালকহীন বিমানে ‘আকাশ থেকে ভূমি’তে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। বসানো যাবে লেজার-নিয়ন্ত্রিত নিশানা করার সরঞ্জামও। এই ড্রোনের সাহায্যে ভবিষ্যতে বিনা ঝুঁকিতে প্রতিবেশী দেশের জঙ্গি শিবিরে বালাকোটের মতো অভিযান চালাতে পারবে ভারত।

অন্যদিকে, ‘হেরন টিপি এক্সপি’ প্রায় ৪৫ হাজার ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলে ধরতে পারে। টানা ৩০ ঘণ্টা উড়তে পারে এই ড্রোন। ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম। ইসরাইল থেকে এই মডেলটিও আনতে পারে ভারত। সম্প্রতি জম্মু কাশ্মিরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে একাধিক বার ভারতীয় আকাশসীমায় পাক ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। একই ঘটনা ঘটেছে পাঞ্জাব সীমান্তেও। এই পরিস্থিতি পাকিস্তানি বাহিনীর মোকাবিলায় হেরনের উন্নত সংস্করণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Indian Army to acquire four Israeli Heron drones on lease

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।