নিউজ ডেস্কঃ
শিল্প-সাহিত্য ও ঐতিহ্যে নগরী হিসেবে খ্যাত ফ্রান্স তার প্রাচীন নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমিসহ নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে আজও বিশ্বদরবারে সগর্বে মাথা উঁচু করে তার অবস্থান প্রকাশ করছে। ফরাসি শাসক নেপলিয়ান বিভিন্ন যুদ্ধের মাধ্যমে ফ্রান্সকে এক শক্তিশালী ও বিশাল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেন। ফ্রান্সের রাজধানী তথা বৃহত্তম শহর প্যারিস। প্যারিস শহর নাম শুনলেই মনের এক গহিন কোণে মৃদু নাড়া দিয়ে যায়, চোখে জেগে ওঠে নানান ছবি। পৃথিবীতে ফরাসি নিদর্শন দারুণভাবে পর্যটকদের আকর্ষণ করে। ফ্রান্স পৃথিবীর সবচেয়ে বড় পর্যটক পরিদর্শনকারী স্থান হিসেবে বিবেচিত। সম্প্রতি এক জরিপে জানা যায়, বছরে প্রায় ৮২.৬ মিলিয়ন পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এ দেশে বেড়াতে আসে। ইউনেসকোর দ্বারা নির্বাচিত প্রায় ৪১টি জায়গা ফ্রান্স এ অবস্থিত। বিশেষ করে ফ্রান্সের রাজধানী প্যারিস এ ল্যুভর আর্ট মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়। ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় ল্যুভের পুরোনো প্রাসাদের যাত্রা শুরু হয়। এখানে লেওনার্দো দ্য ভিঞ্চির আঁকা জগদ্বিখ্যাত দ্য মোনালিসার ছবি ও ভেনাস দ্য মিলো রয়েছে।