প্রতিবেদনে বলা হয়, এর আগে রবিবার এই দুর্যোগে শিশুসহ চারজন নিহত হয়েছিল ওমানে। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে ঝড় থেমে গেছে। তবে সিভিল এভিয়েশন অথরিটি বলেছে, এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নাগরিকদের নিচু এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে তারা।
ওমানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কেন্দ্র বা চোখ যখন ভূমি অতিক্রম করছিল, তখন শাহীন প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বইছিল। ওমানি ব্রডকাস্টারদের ভিডিও ফুটেজে দেখা গেছে অনেক যানবাহন পানিতে ডুবে আছে।