প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট ও করোনার কারণে ব্রিটেনে মোটরশ্রমিক সংকট দেখা দিয়েছে। ট্রাকারের অভাবের মধ্যে জ্বালানি না পাওয়ার আতঙ্কে বড় শহরগুলিতে বিশৃঙ্খল দৃশ্য সৃষ্টি হয়েছে।
দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক বলেছেন, অতিরিক্ত সতর্কতা হিসাবে আমরা অতিরিক্ত ড্রাইভার নামিয়েছি। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।
রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, তারা দেখেছেন লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ড জুড়ে কমপক্ষে দুই ডজন পেট্রল স্টেশন এখনও বন্ধ রয়েছে। এখনও খোলা স্টেশনগুলোর বাইরে তেল নিতে চালকদের লম্বা সারি দেখা গেছে।