লন্ডন ডেস্কঃ
নিলামের আগে এই মাসে চশমা দুইটি হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে। সুথিবের মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এই অসাধারণ কারুশিল্প আগে কখনো দেখা যায়নি।
তবে এই চশমাগুলো কারা ব্যবহার করেছেন তা স্পষ্ট নয়। কিন্তু মুঘলদের হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬তম এ ১৭তম শতাব্দীতে ভারত শাসন করা এই সাম্রাজ্যটি শৈল্পিক এবং স্থাপত্যের অর্জনের জন্য সুপরিচিত।
সুথিবের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হিরা এবং পান্না কেটে চশমা দুইটি বানানো হয়েছে। এতে বলা হয়, রত্নগুলোর মান এবং বিশুদ্ধতা অনন্য আর এই আকারের পাথর যে কোনও সম্রাটের সংগ্রহ তাতে কোনও সন্দেহ নেই।’
নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরণের চশমার নমুনা আগে প্রাচীন রোমান সাম্রাজ্যে দেখা যায়। রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন বলে জানা যায়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।