নিউজ ডেস্কঃ
আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদে নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আজ বিকেলে, আমাদের শিয়া স্বদেশীদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছে।
তিনি নিহতের সংখ্যা উল্লেখ না করলেও একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এএফপি নিউজ জানিয়েছে, অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত কয়েক ডজন। অন্যদিকে বিবিসি বলছে, নিহতের সংখ্যা ৫০।
এদিকে তালেবানেরই আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, অন্তত ২৮ জন মানুষ নিহত হয়েছেন। আরেকটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৯০।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।