বিয়ানীবাজার সমিতি মিশিগানের নির্বাচন : রাত পোহালেই ভোট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪০, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিয়ানীবাজার সমিতি মিশিগানের নির্বাচন : রাত পোহালেই ভোট

newsup
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১
বিয়ানীবাজার সমিতি মিশিগানের নির্বাচন : রাত পোহালেই ভোট

ছবি-বামে আজমল হোসেন আজমল এবং মোহাম্মদ তাহের সিদ্দিক (বাবুল) সভাপতি পদপ্রার্থী, ডানে বাছির আহমদ (বাবুল) এবং মোঃ রহিম উদ্দিন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

মিশিগান ডেস্কঃ 
রাত পোহালেই প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের সাধারণ নির্বাচন। আগামীকাল রোববার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শহরের গেইট অব কলম্বাসে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭টি পদে দুই প্যানেল থেকে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্যানেল নিজ নিজ ইস্তেহারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনে আজমল-বাবুল পরিষদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন যথাক্রমে মোঃ আজমল হোসেন আজমল এবং বাছির আহমদ (বাবুল)। সহ-সভাপতি পদে রুহেল আমিন, সহ-সাধারণ সম্পাদক পদে এহিয়া হক, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক পদে মারজান হোসেন, প্রচার সম্পাদক পদে দেলোওয়ার হোসেন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুল মুহিত চৌধুরী, ক্রীড়া সম্পাদক পদে সোলেমান আহমদ এবং ধর্ম ও আইন সম্পাদক পদে হুসাইন আহমদ তারেক প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ছয়টি সদস্য পদের জন্য লড়ছেন আব্বাছ উদ্দিন মিয়া, জামাল চৌধুরী (বুলবুল), কবির আহমদ লিলু, মহিউল ইসলাম, ছাব্বির আহমদ ও শহীদুজ জামান হুসেইন।

অপরদিকে নির্বাচনে বাবুল-রহিম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী যথাক্রমে মোহাম্মদ তাহের সিদ্দিক (বাবুল) ও মোঃ রহিম উদ্দিন।সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুতুব উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে অলিউর রহমান (খোকন), সাংগঠনিক সম্পাদক পদে মাসুম আহমদ, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাকারিয়া জামান,  দপ্তর সম্পাদক পদে রাসেল হোসেন, প্রচার সম্পাদক পদে আব্দুল মতিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবদুল আজিজ, ক্রীড়া সম্পাদক পদে এম রুবেল আহমেদ এবং ধর্ম ও আইন সম্পাদক পদে আসফাক হোসেন। কার্যকরী সদস্য পদপ্রার্থীরা হলেন আব্দুল করিম, কবির আহমদ, মোহাম্মদ এ হাসান, মোহাম্মদ হক, রেজাউল হাসান এবং শিহাবুল ইসলাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ থেকে আগত এডভোকেট মোহাম্মদ মহব্বত খান। এছাড়া কমিশনার হিসেবে থাকছেন   মোহাম্মদ নূর ইসলাম (নূরুল) এবং মস্তাক আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।