বিদেশিদের জন্য ভ্রমণ শর্ত সহজ করেছে থাইল্যান্ড – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫২, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিদেশিদের জন্য ভ্রমণ শর্ত সহজ করেছে থাইল্যান্ড

newsup
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১
বিদেশিদের জন্য ভ্রমণ শর্ত সহজ করেছে থাইল্যান্ড

Manual2 Ad Code

করোনা মহামারির মধ্যে ভ্রমণ শর্ত সহজ করেছে থাইল্যান্ড। শর্ত সাপেক্ষে দেশটিতে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনের মেয়াদ ১৪ দিনের পরিবর্তে ৭ দিন করা হয়েছে। থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ও দ্য সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (সিসিএসএ) সিদ্ধান্ত অনুযায়ী, থাইল্যান্ড ভ্রমণের জন্য ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া স্যান্ডবক্স স্কিম ও কোয়ারেন্টিনের সময়ের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

Manual4 Ad Code

ঢাকায় থাই দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক স্যান্ডবক্স স্কিমের আওতায় থাইল্যাণ্ডে ঢুকতে পারবেন। এ ক্ষেত্রে অন্তত ১৪ দিন আগে থাই কর্তৃপক্ষের অনুমোদিত টিকা নেওয়া ভ্রমণকারীদের ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। আগে এই মেয়াদ ছিল ১৪ দিন।

Manual4 Ad Code

বিপরীতে যারা টিকা নেননি কিংবা পূর্ণ ডোজ টিকা নেননি তাদের কোয়ারেন্টিনের মেয়াদ হবে ১০ দিন। এছাড়া অভিভাবকদের পুরো ডোজ টিকা নেওয়া থাকলেও টিকা না নেওয়া ১৮ বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রেও কোয়ারেন্টিনের একই মেয়াদ কার্যকর হবে। থাইল্যান্ড ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরা যারা পুরো ডোজ টিকা নিয়েছেন তাদেরকে সিওই (সার্টিফিকেশন অব এন্ট্রি) নিবন্ধনের সময় কোভিড-১৯ এর সনদ জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code