প্যারিসে মারা গেলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৫২, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্যারিসে মারা গেলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট

newsup
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১
প্যারিসে মারা গেলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট

নিউজ ডেস্কঃ 

প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আবুলহাসান বানি-সদর। তিনি ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ অক্টোবর) দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন আবুলহাসান বানি-সদর। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তথ্যটি নিশ্চিত করে বানি-সদরের অফিসিয়াল ওয়েবসাইটে তার স্ত্রী ও সন্তানরা জানান, জীবিতকালে বনি-সদর ধর্মের নামে নতুন অত্যাচার ও নিপীড়নের মুখে স্বাধীনতা রক্ষা করেছিলেন।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরের বছর ১৯৮০ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানি-সদর। কিন্তু ক্ষমতার লড়াইয়ে টিকতে না পেরে এর পরের বছরই তিনি ফ্রান্সে পালিয়ে যান। সেখানেই বাকি জীবন অতিবাহিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।