এই লাটিম তৈরি হয় নরম কাঠ দিয়ে। একসময় গ্রামের কারিগরেরা পেয়ারা ও গাবগাছের কাঠ দিয়ে লাটিম তৈরি করত। লাটিম ঘোরানোর জন্য যে সুতা ব্যবহূত হয়, তাকে বলা হয় লতি। এটি তৈরিতে ব্যবহৃত হতো বাছাইকৃত পাট। বর্তমানে বাণিজ্যিকভাবে লাটিমের লতির জন্য উন্নতমানের সুতা ব্যবহৃত হয়। লাটিম সাধারণত দুটি নিয়মে খেলা হয়; বেল্লা পার ও ঘর কোপ। যদি তুমি একা একা লাটিম খেলতে চাও, তবে সেটি হবে তোমার লাটিম কতক্ষণ ঘোরে তা যাচাই করা। কিন্তু চার-পাঁচজন মিলে খেললে তবেই হবে আসল প্রতিযোগিতা। লাটিম খেলার জন্য নিয়ম মেনে মাটিতে বৃত্ত আঁকতে হয়। কার লাটিম বৃত্তের কত কত কাছ ঘেঁষে যেতে পারে, তার মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। আবার একজনের লাটিম বৃত্তের মধ্যে ঘুরে ঘুরে যদি অন্যের লাটিমকে আঘাত করতে পারে, তবে সে সেই লাটিমের মালিক হয়ে যায়। অনেক সময় তো এক লাটিমের আঘাতে অন্য লাটিম ভেঙে যায়। আর এ সময়টাতে বেশ বাহবা কুড়োনোর সুযোগ থাকে। চাইলে কিন্তু তুমি হাতের তালুতেও লাটিম ঘোরাতে পারো। আর এ জন্য বড় কারও কাছ থেকে খেলাটা শিখে নিতে পারো।