জন্মদিন কাকে রাশি রাশি ধন্যবাদ দিলেন অভিনেত্রী রাকুল প্রীত? - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৩৫, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জন্মদিন কাকে রাশি রাশি ধন্যবাদ দিলেন অভিনেত্রী রাকুল প্রীত?

newsup
প্রকাশিত অক্টোবর ১১, ২০২১
জন্মদিন কাকে রাশি রাশি ধন্যবাদ দিলেন অভিনেত্রী রাকুল প্রীত?

বিনোদন ডেস্কঃ 

 
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিপাকে পড়ে গিয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত। মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছিলেন।

সময়ের প্রবাহে সেসব অতীত করে দক্ষিণী এই তারকা চুটিয়ে প্রেম করছেন।

তবে কে তার প্রেমিক – তা ছিল অজানা। এ নিয়ে মুখ খোলেননি এতোদিন। প্রেম যে করছেন সে কথাও এড়িয়ে গেছেন।

কিন্তু এবার নিজের ৩১তম জন্মদিনে ভক্ত-অনুরাগীদের জানিয়ে দিলেন, কার সঙ্গে গভীর প্রেমে মজেছেন এই লাস্যময়ী।

যদিও সরাসরি প্রেমিকের নাম মুখে আনেননি বা ছবি। তবে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রাকুল।

যেখানে দেখা গেছে, প্রেমিকের হাত ধরে কোনো এক পার্কের পথ ধরে হেঁটে চলেছেন রাকুল। পেছন থেকে রাকুলকে বোঝা গেলেও প্রেমিকের মুখখানা পুরোপুরি দৃশ্যমান নয়।

ভক্তদের প্রশ্ন – কে এই যুবক?

ছবির ক্যাপশনে রাকুল প্রীত যা লিখেছেন, তাতে ভক্তদের কৌতুহল আরো বেড়ে গেছে।

ছবির যুবককে ভালোবাসা জানিয়ে একগাঁদা ধন্যবাদ দিয়েছেন অভিনেত্রী।

লিখেছেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। এ বছরের সেরা উপহার তুমি! আমার জীবনকে রাঙিয়ে তোলার জন্য ধন্যবাদ। জীবনটাকে অবারিত হাসিতে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি তোমার মতো হওয়ার জন্য ধন্যবাদ। তোমার সঙ্গে এখানে আরও চমৎকার সব স্মৃতি জমা হোক।’

এরপর ‘ভালোবাসা’র ইমোজিতে ভরে দিয়েছেন সেই পোস্ট!

ভক্ত-অনুরাগীদের কৌতূহল, রাকুল প্রীতের জীবনে কে এই গুরুত্বপূর্ণ ব্যক্তি? জন্মদিনে কাকে রাশি রাশি ধন্যবাদে সিক্ত করলেন দক্ষিণী তারকা? কার জন্য এতো ভালোবাসা উপচে পড়ছে রাকুলের?

এসব নিয়ে অনুসন্ধানের মধ্যেই ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে ভালোবাসার কথা জানালেন বলিউড অভিনেতা ও প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি ভগনানি।

লিখলেন,  ‘তোমাকে ছাড়া দিন যেন দিন মনে হয় না। তোমাকে ছাড়া সুস্বাদু খাবারও ভালো লাগে না। জন্মদিনের শুভেচ্ছা সবচেয়ে সুন্দর হৃদয়ের অধিকারীকে, যে আমার পুরো পৃথিবী। দিনটি কাটুক তোমার হাসির মতোই উজ্জ্বল হয়ে। দিনটি কাটুক তোমার মতোই সুন্দর হয়ে। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

ব্যাস দুইয়ে দুইয়ে চার মেলাতে আর কষ্ট হয়নি সিনেপ্রেমীদের। রাকুল প্রীতের প্রেমিককে জ্যাকি ভগনানি তা বুঝতে বাকি নেই কারো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।