উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার সমিতি ইনক মিশিগান-র নির্বাচন সম্পন্ন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৫৬, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার সমিতি ইনক মিশিগান-র নির্বাচন সম্পন্ন

newsup
প্রকাশিত অক্টোবর ১১, ২০২১
উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার সমিতি ইনক মিশিগান-র নির্বাচন সম্পন্ন

মিশিগান ডেস্কঃ 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের নির্বাচন। আজ রোববার বাংলা টাউনের গেট অব কলমবাসে সকাল ৯টা থেকে বিকাল ৮টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখার সময় ভোট গণনার কাজ চলছিল।


নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে , দুটো প্যানেলে ১৭ টি পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ২২ জন পোলিং অফিসার নিয়োগ দিয়েছে। বুথের সংখ্যা ১৭ টি। মোট ভোটার সংখ্যা ২৪ শ’ ৩৭ জন। এরমধ্যে নারী ভোটার রয়েছেন প্রায় ৪০ শতাংশ।


দুপুরের দিকে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে , নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রের বাইরেও প্রার্থীদের কর্মী- সমর্থক আর নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শৃঙ্খলারক্ষায় দুজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে দেখা গেছে ।
নির্বাচন কমিশনের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম জানান, পর্যাপ্ত জনবলের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি সহ বাংলাদেশি কমিউনিটি নেতারা ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

কমিউনিটি নেতারা জানান, মিশিগানে আঞ্চলিক সমিতিগুলোর মধ্যে সবচেয়ে বড় বিয়ানীবাজার সমিতি । প্রায় ১০ হাজার বিয়ানীবাজার প্রবাসীর বাস এখানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।