জয়ের ধারা ধরে রাখলো আর্জেন্টিনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:২৮, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জয়ের ধারা ধরে রাখলো আর্জেন্টিনা

newsup
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১
জয়ের ধারা ধরে রাখলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ 

 

এবারের বিশ্বকাপ বাছাই পর্বটা দারুণ যাচ্ছে আর্জেন্টিনার। একের পর এক ম্যাচ জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের অনেকটাই কাছে চলে এসেছে তারা। শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।

 

তবে আজ তিনি কোনো গোল করতে পারেননি। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। এ নিয়ে সর্বশেষ ৮ ম্যাচে তার গোল হলো ৬টি। মেসিও দুর্দান্ত খেলেছেন।

 

এদিন, ৪-৩-৩ ছকে মাঠে নামা আর্জেন্টিনার একাদশে ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, দুই সেন্টারব্যাক টটেনহাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো ও বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক মার্কোস আকুনিয়া, মধ্যমাঠে ছিলেন জোভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দি পল এবং আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে ছিলেন লাওতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া।

পেরুর বিপক্ষে জয়ের ফলে ১১ ম্যাচে মোট ২৫ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা। আর শীর্ষে ব্রাজিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।