ডেট্রয়েটে প্রবীণদের একটি আবাসন সংস্কার কাজ সম্পন্ন, ব্যয় ২০মিলিয়ন ডলার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৪১, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ডেট্রয়েটে প্রবীণদের একটি আবাসন সংস্কার কাজ সম্পন্ন, ব্যয় ২০মিলিয়ন ডলার

newsup
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১
ডেট্রয়েটে প্রবীণদের একটি আবাসন সংস্কার কাজ সম্পন্ন, ব্যয় ২০মিলিয়ন ডলার

মিশিগান ডেস্কঃ 

 

ডেট্রয়েটের ১৯৮ জন প্রবীণ নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাস প্রায় ২০ মিলিয়ন ডলারে সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। পার্কভিউ প্লেসে ১৯.৭ মিলিয়ন ডলারের আপগ্রেডের কারণে অ্যাপার্টমেন্টগুলির ভাড়া বাড়বে না, শহর কর্তৃপক্ষ চলতি সপ্তাহে এই তথ্য জানিয়েছে।

ভবনটি ডেট্রয়েটের ডাউনটাউনের ঠিক পূর্ব দিকে। প্রতিটি অ্যাপার্টমেন্ট নতুন যন্ত্রপাতি, রান্নাঘর ক্যাবিনেট, কাউন্টারটপ, সিঙ্ক এবং কল এবং মেঝেসহ আপগ্রেডে প্রায় ৪১০০০ ডলার পেয়েছে। ভবনটি নতুন লিফট, একটি নতুন ছাদ, নতুন জানালা, নতুন প্রবেশের দরজা, একটি নতুন বয়লার, নতুন পানির পাম্প এবং নতুন অগ্নি নির্বাপণ ব্যবস্থাও পেয়েছে। পার্কিং এবং ল্যান্ডস্কেপিং আপগ্রেডও করা হয়েছিল। মিশিগান স্টেট হাউজিং ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক ৯% কম আয়ের হাউজিং ট্যাক্স ক্রেডিট অ্যাওয়ার্ডের মাধ্যমে কিছু অংশে সংস্কার এবং সামর্থ্য বাড়ানো সম্ভব হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।