কানাডার টরন্টোতে মানববন্ধন
২৪ অক্টো ২০২১, ০৬:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দৃর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন টরন্টো প্রবাসী বাংলাদেশিরা।
তারা বলেছেন, বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় সংখ্যালঘুদের ওপর হামলা, নিপীড়ন বাড়ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। স্থানীয় সময় শুক্রবার টরন্টোর বাঙালিপাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
’সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘সচেতন নাগরিক সমাজ, টরন্টো’ এ ব্যানারে সব দল-মতের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাকসুর সাবেক সাধারণ সম্পাদক আজিমউদ্দিন আহমেদ। তিনি তার বক্তৃতায় বাংলাদেশে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সাধারন নাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
টরন্টো ফিল্ম ফোরামের মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, সাধারণ সম্পাদক মনিস রফিক, ইঞ্জিনিয়ার আবদুল গফফার, অলক চৌধুরী, আজিমউদ্দিন আহমেদ, শিবু চৌধুরী, নবিউল হক বাবলু, রাজকুমার বিশ্বাস প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কানাডার বিভিন্ন সংগঠন চার দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আজ দুটি মানববন্ধন হয়।