ফতুল্লায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Daily Ajker Sylhet

newsup

৩১ অক্টো ২০২১, ১২:১৫ অপরাহ্ণ


ফতুল্লায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিউজ ডেস্কঃ  ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’— এই স্লোগানে নারায়ণগঞ্জের ফতুল্লায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে শনিবার বেলা ১১টায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা করে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে যুগান্তরের সাংবাদিক আলামিন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান, ওসি রকিবুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম,পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, পরিদর্শক (আইসিটি) শহিদুল আলম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংবাদিক কবিরুল ইসলাম, সেলিম, লিটন, জসিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।